সময় ডেস্ক ॥ আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। পাশাপাশি ভিটামিন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামসহ আরও বিভিন্ন উপাদান। প্রাকৃতিক ভাবে ত্বকের যত্নে আলু অনন্য। জেনে নিন ত্বকের যত্নে আলু কীভাবে ব্যবহার করবেন। ৩ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে। আলুর রস ও লেবুর রস সমপরিমাণে মিশিয়ে ৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এতে ত্বক থাকবে মোলায়েম। আলুর রস মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে সপ্তাহে দুইদিন ফেসপ্যাক হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন। এতে বলিরেখা দূর হবে। আলু ও টমেটো চটকে ১ টেবিল চামচ মধু মেশান। এটি ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে সাহায্য করবে। হলুদ গুঁড়ার সঙ্গে আলুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। এতে ত্বকের কালচে দাগ দূর হবে। ত্বক মসৃণ ও টানটান করতে অর্ধেকটি আলুর রসের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মেশান। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।