,

বানিয়াচংয়ের কাগাপাশায় ওয়াজ থেকে ফেরার পথে প্রতিপক্ষের ১৫ ব্যক্তি আহত

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের কাগাপাশায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ওয়াজ মাহফিল শেষে বানিয়াচং হতে কাগাপাশা ফেরার পথিমধ্যে এ হামলার স্বীকার হন কাগাপাশা গ্রামের সাবেক চেয়ারম্যান মৃত এখলাছুর রহমান চৌধুরী (লেচু)’র পুত্র নাদিম চৌধুরী, গফফার চৌধুরীর পুত্র তানভীর চৌধুরী ও সাজিদ চৌধুরীর পুত্র সাইফ চৌধুরী। আহতরা জানান একই গ্রামের মৃত আঃ হক মিয়ার ছেলে আবুল মুহিত মিয়া, সাইদুল হক মিয়া, রিয়াদুল মিয়া, আবিদুল হক, আবুল মুহিত মিয়ার ছেলে আল-আমীন মিয়া, আবুল ফজল মিয়ার ছেলে ছাদেক মিয়া ও নাছের মিয়া, আবুল বশর মিয়ার ছেলে ছামির মিয়াসহ প্রায় ২৫ থেকে ৩০ জন লোক পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালায়। আহত মৌসুম চৌধুরী জানান, ওয়াজ থেকে বাড়ি ফেরার পথে কাগাপাশা বাজারের মাজার সংলগ্ন রাস্তায় আসার মাত্র শোর-চিৎকার শোনে কি হয়েছে দেখার জন্য এগিয়ে যান মোবারক চৌধুরী, লিটন চৌধুরী, আছদ্দর চৌধুরী ও নূর উদ্দিন চৌধুরী। এসময় তাদের উপরও অতর্কিত হামলা চালানো হয়।
আহতদের মধ্যে মৃত এখলাছুর রহমান চৌধুরী (লেচু)’র পুত্র নাদিম চৌধুরী (১৮), ও মৌসুম চৌধুরী (২৮), গফফার চৌধুরীর পুত্র তানভীর চৌধুরী (১৯), সাজিদ চৌধুরীর পুত্র সাইফ চৌধুরী (১৮), মনর চৌধুরীর পুত্র মোবারক চৌধুরী (৩৫), মৃত আঃ আউয়াল চৌধুরীর পুত্র লিটন চৌধুরী (২৮) ও মৃত মনর চৌধুরীর পুত্র আছদ্দর চৌধুরী (২৯)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও ভর্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর