,

মাধবপুর উপজেলা ছাত্রলীগ সম্পাদকসহ চোরাই গাড়ি সিন্ডিকেটের দুই সদস্য আটক

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ চোরাই গাড়ি সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার গোয়েন্দা পুলিশের ঢাকার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের নিকট থেকে তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছেন- মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠান ও হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল সংলগ্ন ফার্মেসি ব্যবসায়ী রুবেল। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্নস্থান থেকে চোরাই গাড়ি ক্রয় করে এখানে এনে বিক্রি করছিল। ঢাকার গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সকালে হবিগঞ্জ শহরে অভিযান চালায়। এ সময় সদর হাসপাতলের সামনে মা ফার্মেসির সত্ত্বাধিকারী এএইচ রুবেলকে আটক করে। রুবেল অনন্তপুর এলাকার বাসিন্দা মহিউদ্দিনের ছেলে। তার নিকট থেকে একটি চোরাই প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার অন্যতম সহযোগী শ্যামলী এলাকার বাসিন্দা রহমান আলীর ছেলে তারেকুল ইসলাম অলির বাসা থেকে আরো একটি প্রাইভেটকার জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে তারেক পালিয়ে যায়। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে মাধবপুরে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাঠানকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে মাধবপুর থেকে আরো দুটি মাইক্রোবাস জব্দ করা হয়।


     এই বিভাগের আরো খবর