হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুরে প্রধান সর্দারের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। শহরের মধ্যে এরকম চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। জানা যায়, গত সোমবার গভীররাতে ওই এলাকার প্রধান সর্দার হাজী কনা মিয়া স্বপরিবারে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মুখ ভেঙে দেখেন তার ঘরের জিনিসপত্র তছনছ। এ সময় তার আলমিরা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। তবে ঘুমে থাকা লোকদের গলা থেকেও কয়েকটি স্বর্ণের চেইন নিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চোরের দল পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেছে বলে জানা গেছে।