,

হবিগঞ্জ পৌরসভায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি ॥ ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এ দিবস পালন করে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে শহরে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীতে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার নারী সমাজকর্মী এবং হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন। র‌্যালীতে অংশগ্রহনকারীরা নারী দিবসের বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন প্রদর্শন করেন। ফেষ্টুনগুলোতে লেখা ছিল ‘নারী ভূমিকার স্বীকৃতি দিন’, ‘নারীর প্রতি বৈষম্য, পরিবার, সমাজ ও জাতীয় উন্নয়নের অন্তরায়’ ইত্যাদি।


     এই বিভাগের আরো খবর