,

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষীকিতে উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল

এন সাকিব চৌধুরী ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের কর্মসূচী অনুযায়ী নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জন্মশতবর্ষীকিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ্ ফয়ছল তালুকদারের ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ ভট্টাচার্য্য শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী নাজিম, ২নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাঈদ আজমল,৩নং ইউনিয়ন ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক তাহসান আল মামুন, উপজেলা ছাত্রলীগ নেতা শামীম ওসমান, সুব্রত চক্রবর্তী মুন্না, ৯নং বাউসা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুদীপ দত্ত, উপজেলা ছাত্রলীগ নেতা আহমেদ রাহাত, হৃদয় দাশ, তারেক তালুকদার, পনির আহমেদ, নাঈম আহমেদ, ১১নং গজনাইপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী, ৬নং কুর্শী ছাত্রলীগ নেতা সুজাত আহমেদ জিহাদ, আমিনুর রহমান আমিন, আসরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা তারেক আহমেদ, জাকারিয়া আহমেদ, নাসির চৌধুরী তানবির, রায়হান চৌধুরী, অমি আহমেদ প্রমূখ। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বাদ মাগরিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে নবীগঞ্জ মদীনা জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


     এই বিভাগের আরো খবর