,

মাধবপুরে সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক (এসআই) দেবাশিষ তালুকদার উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাজিচক এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত তাউস মিয়ার ছেলে রোশন আলী (৫০) তার ভাই আব্বাস আলী (৫৪) ও রোশন আলীর ছেলে আলমগীর মিয়াকে (২৫) গ্রেপ্তার করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে জমিসংক্রান্ত মারামারির মামলায় বিজ্ঞ আদালত ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এরপর থেকেই তারা পলাতক ছিল।


     এই বিভাগের আরো খবর