,

মাধবপুরে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

পিন্টু অধিকারী ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের তেমুনিয়া নামক স্থানে মাস্কের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাধবপুরে উপজেলার জগদীশপুর বাজারে হাটবাজারে ৯০ ভাগ লোকজন মানছে না স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনা না মেনে চলাফেরা করায় এবং মাস্ক ব্যবহার না করায় ৭ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জগদীশপুর বাজার, সহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ম্যাস্ক ব্যবহার না করায় ৭ ব্যক্তিকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মাস্ক পরিধানের বিষয়ে উপস্থিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সচেতন করা হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন । মহিউদ্দিন বলেন, মাস্ক অবশ্যই পড়তে হবে। কেউ মাস্ক ছাড়া বাইরে বের হবেন না । নিজে সচেতন হোন। অন্যকে সচেতন করুন। সকলকে প্রয়োজনে ঘর থেকে বের হলে আবশ্যিক ভাবে মাস্ক পরিধান করার নির্দেশনা দেওয়া হল।


     এই বিভাগের আরো খবর