সংবাদদাতা ॥ বিগত ১৬ জানুয়ারী নবীগঞ্জ পৌর নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় সুজন দাশ নামে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম করা হয়েছে। ভাংচুর করা হয়েছে তার বাড়িঘর। এ ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ৯নং ওয়ার্ড জয়নগর গ্রামে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের মকবুল হোসেন নামে এক যুবকের নেতৃত্বে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সুজন দাশকে উদ্ধার করে নবীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় সুশীল সমাজে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। নবীগঞ্জ উপজেলা সংখ্যালঘু পরিবারের মধ্যে আতংক বিরাজ করছে। এ প্রতিনিধির সাথে আলাপকালে দেবী দাশ জানান, রাতে আমার দেবর সুজন দাশকে গুরুতর আহত করার পর আমাদের বাড়িতে এসে হামলা চালায় এবং আমাদের উপর আক্রমন করা হয়। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।