প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক চৌধুরীকে খরিয়া গ্রামবাসীরা একক প্রার্থী হিসেবে সমর্থন করেছন। গত বৃহস্পতিবার ১২নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খরিয়া গ্রামের মাঠে গ্রামবাসীর উদ্দ্যোগে আয়োজিত এক নির্বাচনী আলোচনা ও পরামর্শসভায় গ্রামবাসীরা মাঃ ইমদাদুল হক চৌধুরীকে একক চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রামকৃ চক্রবর্তী, সাধারন সম্পাদক আনোয়ার মিয়ার পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জোতিৎ রায়, দুলাল চন্দ্র সরকার, সুস্দর মিয়া, ফরিদ মিয়া, সালেহ আহমেদ, শিমুল মৌল্লা, জাকারিয়া আমরু মিয়া প্রমূখ। গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাই লাল সরকার, সুনিল সরকার, রঙ্গরাজ সরকার, সমিরণ সরকার, নিবারন সরকার, অভিনাস সরকার, প্রবিন্ড সরকার, শীভাস সরকার, রাম মোহন সরকার, বিদ্যা ভোষণ সরকার, উপেন্দ্র সরকার, পবিত্র সরকার, সুষেণ সরকার, চাম্পা সরকার, গগেন্ড সরকার, সাবেক মেম্বার দীলিপ সরকার, বর্তমান মেম্বার সাজিদুল হক (রোপা), নারদ সরকার, বিধান রায়, মহন সরকার প্রমুখ।
আয়োজিত নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সকল গ্রামবাসীরা মোঃ ইমদাদুল হক চৌধুরীকে আসন্ন ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন।