সংবাদদাতা ॥ প্রতারণা মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার আউশকান্দি ইউপি মেম্বার হাসান আলী ও তার ভাতিজা শাহিন মিয়াকে ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ । আদালতে আজ এ ব্যাপারে শুনানী অনুষ্ঠিত হবে। এ মামলায় অপর আসামী মোশাহিদ মিয়া পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়, আউশকান্দি বাজারের রুমন মিয়ার নিকট থেকে আসামীরা জায়গা বিক্রির কথা বলে নগদ ৭ লক্ষ টাকা নেয়। কিন্তু জায়গা বুঝিয় না দিয়ে টালবাহানা শুরু করে। ২০১৪ সালে আসামীরা টাকা নিলেও ৭ বছর যাবত টাকা ফেরত দিতে কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে আসামীরা টাকা দিতে অস্বীকার করে উল্টো রুমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ গত বুধবার আউশকান্দি বাজারে অভিযান চালিয়ো মেম্বার উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল,প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।