জহিরুল ইসলাম নাসিম ॥ বানিয়াচংয়ে আশরাফ আলী (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আজমিরীগঞ্জ উপজেলার নগড় গ্রামের আব্দুল আহাদের পুত্র। ২০ মার্চ শনিবার দুপুরে উপজেলার ৩ নং ইউনিয়নের মাইজের মহল্লার জাবেদ লন্ডনীর পাশের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে পুলিশ। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাযায় কিশোর আশরাফ একজন শারীরিক প্রতিবন্ধী। তার পিতা একাধিক বিয়ে করায় বানিয়াচং উপজেলার দোয়াখানী গ্রামে মামা আবু তাহেরের আশ্রয়ে থেকে চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়াশোনা করতো। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।