পিন্টু অধিকারী ॥ মাধবপুরে আদাঐর গ্রামে রাজ রাজ্যেশ^র মন্দির, দূর্গামন্দির, শশ্মান কালি মন্দির ও কালি মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার রাতের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আদাঐর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও মন্দির কমিটির সেক্রেটারী অমর ঘোষ জানান, প্রতিদিনের ন্যায় সকালে মন্দিরের পূজারী পুজা দেওয়ার জন্য যান সেখানে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা এবং দেখেন মন্দিরে ভিতরে থাকা পিতলের মূর্তি নেই। পরে বিষয়টি স্থানীয় সবাইকে অবগত
করলে দেখেন ৪ টি মন্দিরে চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার রাত ১২ টা পর পর্যন্ত বক্তরা মন্দিরে কীর্তন আনন্দ করছিল এর পর রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে। দুবৃর্ত্তরা মন্দিরের তালা ভেঙ্গে দূর্গা মন্দির থেকে দূর্গা মন্দিরের ঘন্টা, রাজ রাজ্যেশ^র মন্দির থেকে পিতলের মূর্তি, রাধা, কৃঞ্চ, গোপাল, গৌর, নিতাই, কষ্টি পাথর মূর্তি। শশ^ান কালি মন্দির থেকে বাদ্যযন্ত্র, কালি মন্দির থেকে দানবাক্র ভেঙ্গে টাকা সহ প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। তিনি আরো জানান, এটা একটা পরিকল্পিত ঘটনা এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্থতি চলছে। মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মন্দিরের মূর্তি ও মালামাল উদ্ধার, এবং আসামীদের ধরতে পুলিশ কার্যক্রম শুরু করেছে।