,

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান! নিউ লাইফ ফিজিওথেরাপিকে সিলগালা ২ জনকে ১ মাসের কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন নিউ লাইফ ফিজিওথেরাপিকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সফিক ও তার সহযোগি হেলাল উদ্দিনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের মালিক গোলাম দস্তগীরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই কিনিকে অভিযান চালায়। এ সময় লাইসেন্স না থাকা, ইসিজি ও এক্সরে মেশিনসহ বিভিন্ন মেশিন ছাড়াই ভূয়া ইজিসি রিপোর্ট, ব্লাড রিপোর্ট, এক্সরে রিপোর্টসহ বিভিন্ন রিপোর্ট প্রদান করায় অনন্তপুর এলাকার বাসিন্দা সফিক ও হেলাল উদ্দিনকে ১ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। এ ছাড়া লাইসেন্স না থাকায় নিউ লাইফ কেয়ার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের মালিক গোলাম দস্তগীর, বিভিন্ন রিপোর্টসহ ওই প্রতিষ্ঠানকে অপরাধের আভাসস্থল হিসেবে গড়ে তুলেছে। অনেক নারীদেরকে চাকরি দেয়ার সুবাদে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করা হয়। মাত্র ৩ মাস আগে একই ম্যাজিস্ট্রেট তার ওই প্রতিষ্ঠানকে একই অপরাধে সিলগালা করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রভাব খাটিয়ে কতিপয় নেতাকর্মীকে ম্যানেজ করে আবারও ওই প্রতিষ্ঠানটির সিলগালা খুলে ব্যবসা করতো। তার বিরুদ্ধে আরও বিভিন্ন কিনিক দখলের অভিযোগ রয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযান বিভিন্ন ক্লিনিকে চলবে।


     এই বিভাগের আরো খবর