স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ সড়কের রবিদাশ পাড়ায় কোমলমতি শিশুদেরকে খাতা, বই ও বিভিন্ন সরঞ্জাম প্রদান করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে গতকাল শনিবার রাত ৮টায় ওই এলাকায় একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি মাসুক আলীর সভাপতিত্বে এসআই জুয়েল সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমু প্রমুখ। প্রায় শতাধিক শিশুদের হাতে বই, খাতা ও বিভিন্ন সরঞ্জাম তুলে দেন পুলিশ সুপার। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার হলো শিক্ষা। শিক্ষার আলো সব ঘরে পৌঁছে দিতে হবে। এ ছাড়া বাল্য বিয়ে, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে শিশুদের রক্ষার জন্য পরিবারের প্রতি আহ্বান জানান।