,

এমপি মজিদ খানের সভাপতিত্বে সংসদীয় স্থায়ী কমিটির ২য় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ গতকাল রবিবার দুপুরে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-২ সংসদ সদস্য ও উক্ত কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। সভায় আরো উপস্থিত ছিলেন উক্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও কর্মকর্তাগন । উক্ত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং উক্ত কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুমা এডভোকেট সাহারা খাতুনের শোক প্রস্তাব করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, কোরআন তেলোয়াত ও মোনাজাত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আব্দুল মজিদ খান এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী মোঃ সেলিম উদ্দিন।


     এই বিভাগের আরো খবর