জাবেদ তালুকদার ॥ দেশে করোনার সংক্রমণ ক্রমশ হারে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। কিন্তু স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই নবীগঞ্জবাসীর মধ্যে। মাস্ক ছাড়াই হাট-বাজারে চলাচল করছে জনসাধারণ। এমন পরিস্থিতিতে ”মাস্ক পড়ার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’” এই স্লোগানকে ধারণ করে দেশব্যাপি পুলিশের জন সচেতনতা মূলক প্রচারণার অংশ হিসেবে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ শহরতলীর বিভিন্নস্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) ডালিম আহমেদ, সেকেন্ড অফিসার সমিরণ দাশ, এসআই কামাল, আমির হামজা, সম্রাট মিয়া, আব্দুল ওয়াদুদসহ নবীগঞ্জ থানার একদল পুলিশ