,

গুঙ্গিয়াজুরী হাওরে সেচের পানি দিলেন জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যান

সংবাদদাতা ॥ করাঙ্গী নদীর রাবার ড্রাম খুলে দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গুঙ্গিয়াজুরী হাওরে কৃষকদের জমিতে সেচের পানির ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। এতে কয়েক হাজার কৃষকের জমিতে সেচ প্রদানের ব্যবস্থা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, তেঘরিয়া ইউনিয়নের পাচঁপাড়িয়া ও শিয়ালদাড়িয়া গ্রামের কয়েক হাজার হেক্টর বোরো জমি পানির অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকরা হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত একটি অভিযোগ করেন। কিন্ত অভিযোগে দেয়ার পরও পানির কোন ব্যবস্থা না হওয়ায় ওই কৃষকরা সাংবাদিক মোঃ ছানু মিয়ার সাথে আলোপ করেন। সাংবাদিক ছানু মিয়া বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসক ইশরাত জাহানকে অবহিত করেন। এ সময় তিনি বিষয়টির সুস্থ্য সমাধানের আশ্বাস দেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে এই বিষয়টি অবগত করলে তিনিও জেলা প্রশাসকের সাথে কথা বলেন। তাৎক্ষণিক ঘটনাস্থল বড়বাঁধ এলাকায় যান। সেখানে গিয়ে রাবার ড্রাম পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে ড্রামটি খুলে দেন। এতেই কয়েক হাজার কৃষকের ভাগ্যে জুটে ফসলের জমিতে পানি। এ সময় উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক খুবই আন্তরিক একজন মানুষ। তাঁর এই মহতী সিদ্ধান্তের কারণে আজ আপনারা দ্রুত মাঠের পানি পেলেন। এ সময় উপস্থিত সকল কৃষকরা জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যান ও সাংবাদিক ছানু মিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


     এই বিভাগের আরো খবর