,

নবীগঞ্জে সরকারী ভূমি দখল করে গাছ কেটে বিক্রি করছে প্রভাবশালী মহল

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির বড় ভাকৈর গ্রামের একটি প্রভাবশালী মহল সরকারী ভূমি দখল করে সরকারী ভূমি থেকে গাছ কেটে বিক্রি করে লুট করে নিয়েছেপ্রায় দেড় লক্ষ টাকা। এই নিয়ে মোছাঃ লেখন বেগম সহ এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তার বরাবরে কয়েকবার একাদিক লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার হচ্ছেনা। তা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে গ্রামবাসীর মধ্যে। অভিযোগের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউপির বড় ভাকৈর গ্রামের মধ্যখানে সরকারী প্রাইমারী স্কুল থেকে প্রায় ১৫০ গজ উত্তর পশ্চিম দিকে বাদে ভাকৈর মৌজার ৬৯৫৬ নং দাগের সরকারী ভূমিতে প্রশাষনের দৃষ্টির অগুচরে বড় ভাকৈর গ্রামের চুনু মিয়া (৫০) ও জুনু মিয়া (৫১), পিতা –মৃত মফিল মিয়া এবং মাহমদ মিয়া (৪৫), আহমদ মিয়া (৪২) উভয়ের পিতা- মৃত তাহির উল্লা গংরা সরকারী ভূমি দখল করে নেয়। এবং দেয়াল নির্মান করে খেলা -দুলা সহ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়া রেখেছে । উক্ত খাস ভুমিতে প্রায় ২০টি বিদেশি জাতের গাছ সহ আকাশি গাছ ছিল। যাহার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। উল্লেখিত প্রভাবশালী ব্যক্তিগন উক্ত গাছ র্কতন করে সরকারের রাজস্বকে ফাঁকি দিয়ে বিক্রি করে টাকা ভাগ ভাটোয়ারা করে নেয় এবং গাছ কেটে উক্ত ভূমিতে দেয়াল নির্মান করে দখল করে তাদের আয়েত্বে নিয়ে গেছে। এতে সরকার বাহাদুর তার রাজস্ব থেকে বঞ্চিত হয়। এলাকাবাসী উক্ত গাছগুলি কাঠতে নিষেধ করলেও কোন র্কণপাত না করে বীরদর্পে গাছগুলি কেঠে নিয়ে যায়। এই বিষয়টি জেলাপ্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা ভূমি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরাবরে কয়েকবার লিখিত অভিযোগ করলে ভূমি কর্মকর্তা কোন ব্যাবস্থা নেন নি। ধারনা করা হচ্ছে যে গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে বড় অংকের টাকার ভাগ নিয়ে বসে আছেন। উপরোক্ত বিষয়ে দ্রুত আইনানুক ব্যাবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রেতি জোর দাবি জানান এলাকাবাসি।


     এই বিভাগের আরো খবর