,

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

সংবাদদাতা ॥ নবীগঞ্জে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌকি গ্রামের বাসিন্দা সমিরন দাশের বিরুদ্ধে এক তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০৩ এ এই মামলা দায়ের করেন। জানা যায়, ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চৌকি গ্রামের মৃত অরবিন্দু দাশের মেয়ে বৃন্দাবন সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে (অনার্স) ৩য় বর্ষের ছাত্রী পাম্পী রাণী দাশ গত ১৪ই মার্চ রাতে তার নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় সমিরন দাশ বাড়ির পিছনে দিয়ে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করলে তার সুর চিৎকারে পাশের ঘরে ঘুমিয়ে থাকা মা ও কাকা এগিয়ে এসে তাকে রক্ষা করেন।
পরবর্তীতে ভোক্তভোগীরা নবীগঞ্জ থানায় মামলা দায়ের করতে আসলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরামর্শে গতকাল ২২ মার্চ রবিবার নারী ও শিশু দমন আইন ২০০০(সংশোধিত ২০০৩) এর ৯(৪) (খ)/৩০ ধারায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর