,

হবিগঞ্জে ফুসকা ব্যবসায়ী নিজাম হত্যাকান্ড! প্রবাসী স্বামী-স্ত্রীর জামিন নামঞ্জুর

জুয়েল চৌধুরী ॥ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় পরকিয়া প্রেমের বলি ফুসকা ব্যবসায়ী হত্যা মামলার আমেরিকা প্রবাসী স্বামী-স্ত্রীর জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে আইনজীবি জামিন আবেদন করলে আদালত না মঞ্জুর করেন। এ ছাড়াও আসামিদের এক প্রতিবন্ধী শিশু কন্যা রয়েছে তাদের অভিভাবকের জিম্মায় এবং ৪ বছরের শিশু কন্যা মায়ের সাথে কারাগারে রয়েছে। জানা যায়, ১২ মার্চ রাত ৯টায় পরকিয়া প্রেমের কারণে মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের পুত্র হবিগঞ্জ শহরের ঢাকা ফুসকা হাউজের শ্রমিক নিজাম উদ্দিনকে হত্যা করে উত্তর শ্যামলী এলাকায় ফেলে রাখে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা মৃত কুদরত উল্লার পুত্র প্রধান আসামি আমেরিকা প্রবাসী হানিফ উল্লাসহ ৩/৪ জন। ঘটনা ঘটিয়ে স্বামী-স্ত্রী পালিয়ে যাবার সময় ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে ১৭ মার্চ আটক হয়। এরপর তাদেরকে হবিগঞ্জ থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে হানিফ উল্লা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয়। স্বীকারোক্তি সূত্রে সে জানায় তার স্ত্রী রোমানা আক্তারকে ব্লেকমেইল করে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলায় তাকে হত্যা করা হয়।
পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। স্থানীয়রা জানান, ১২ বছর আগে হানিফ উল্লার সাথে প্রেমের মাধ্যমে বিয়ে হয় উত্তর শ্যামলী এলাকার আকবর আলীর কন্যা রোমানা আক্তারের। এরপর তাদের সংসারে কলহের সৃষ্টি হয়।


     এই বিভাগের আরো খবর