,

নবীগঞ্জে ভূমি ও গৃহহীন আশ্রয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে ডিসি ইসরাত জাহান

জাবেদ তালুকদার ॥ মুজিব শতবর্ষ উপলে প্রধানমন্ত্রী কর্তৃক “ক” শ্রেণী (ভূমিহীন ও গৃহহীন) পরিবারের পূনর্বাসনের লক্ষে জমি প্রদান ও গৃহ নির্মাণ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাংগা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে প্রায় দেড়শত পরিবারের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এছাড়াও ২৩টি পরিবারকে তাদের জন্য নির্মিত ঘর বুঝিয়ে দেন এবং আশ্রয়ণ প্রকেল্প বৃক্ষরোপন করেন তিনি। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, তহশিলদার (ভারপ্রাপ্ত) মোঃ আবিদ আলীসহ স্থানীয় জন প্রতিনিধিগণ।


     এই বিভাগের আরো খবর