সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক এবং কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অমলেন্দু সুত্রধরের পিতা কুর্শি ইউনিয়নের ভুবিরবাক গ্রামের হরেন্দ্র সুত্রধর এর শ্রাদ্ধানুষ্টান শেষে বৈষ্ণবসেবা গত মঙ্গলবার নিজবাড়ীতে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পিন্টু রায়, শিক্ষক নিখিল সুত্রধরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, তিনি গত ৯ মার্চ মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।