,

নবীগঞ্জে এমপি মিলাদ গাজীর অনুদানে নহরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে জামে মসজিদ পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ বাহুবলের উন্নয়নের রুপকার এমপি গাজী মোহাম্মদ শাওনয়াজ মিলাদ গাজীর প্রদত্ত টি আর প্রকল্পের আওতায় নহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হইতে নহরপুর জামে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাস্তার ভুমি মাপঝোক করে মাটি ফেলে কাজ শুরু করা হয়। এ সময় উপস্তিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উওম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর কবির মিয়া, আওয়ামী লীগ নেতা অঞ্জন পুরকায়াস্ত, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সার্ভেয়ার ওলি উল্লাহ, এস আই নাঈম, প্রধান শিক সমিতির সভাপতি রাহেলা খানম, নহরপুর স্কুলের প্রধান শিক্ষক শ্রিপা নাথ, শিক্ষক বীনা পানি দত্ত, নেওয়ার মিয়া, আফজল মিয়া, বাবলু মিয়া, বজলু মিয়া, জলু মিয়া, পৌর যুবলীগ নেতা রাজু প্রমুখ।


     এই বিভাগের আরো খবর