তোফাজ্জল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র চন্দ্র দাশ (৮৫) পরলোক গমন করেছেন। তিনি গত সোমবার রাত ৯.৫০ ঘটিকায় ইহলোক ছেড়ে পরলোক গমন করেন। মৃত্যু কারে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্যক গুণাগ্রাহী রেখে গেছেন। পরদিন মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তাঁকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদানের পর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান কালে উপস্তিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। এ সময় উপস্তিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাশ, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা ছায়ানন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি অনন্ত কুমার দাশ, অধ্যাপক রূপেশ চন্দ্র দাশ, চেয়ারম্যান প্রার্থী ভানু লাল দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু, মেম্বার কালন দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ডাঃ জ্যোতির্ময় দাশ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নীলকণ্ঠ দাশ প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র চন্দ্র দাশের মৃত্যুতে গভির শোক প্রকাশ করেন, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু।