শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে আড়াই হাজার কেজি চোরাই রাবার সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানাযায় গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ- দেউন্দি সড়কের চেকপোস্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আড়াই হাজার কেজি চোরাইকৃত মাডলাম জাতীয় রাবার উদ্ধার করা হয়। চোরাইকাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাকও আটক করা হয়। রাবার পাচারেরর অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার জোয়ার লালচান্দ গ্রামের জমশের আলীর ছেলে মারাজ মিয়া (৩০) ও ঢাকার উত্তর রায়ের ভাগের মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ আব্দুল মালেক (৫৫) কে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন রাবাব চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।