তোফাজ্জল হোসেন ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন- পাকিস্তানি শাসন-শোষণের কবল থেকে এ দেশকে মুক্ত করতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। জাতি পেয়েছে লাল-সবুজের একটি পতাকা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটি আমাদের বড় অর্জন।’ তিনি বলেন- বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। আগামীদিনে মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতাল করে দেয়ার ব্যাপারে জাতীয় সংসদের আমি দাবী জানাবো গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১’ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ (নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকা) এর সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ,বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি শাহ সুলতান, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, মুক্তিযোদ্ধা সন্তান আবুল হোসেন আজাদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, পবিত্র গীতাপাঠ করেন স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। প্রধান অতিথির বক্তৃতায় এমপি মিলাদ গাজী বলেন ‘জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অধিকাংশই আজ জীবিত নেই। এখনও যাঁরা আমাদের মাঝে জীবিত আছেন তাঁদের কাছ থেকে দেশের তরুণ প্রজন্মকে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।’ তিনি মুক্তিযোদ্ধাদের কথামালা শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি নবীগঞ্জ পৌরসভা কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবছর সংবর্ধনা প্রদান করায় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ পৌর পরিষদকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন ‘বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের রূপকার। এই কৃতি সন্তানদের জাতি আজীবন মাথায় তুলে রাখবে। তাঁদের অবদান শতাব্দীর পর শতাব্দী স্মরণ করবে জাতি।’ তিনি অনুষ্ঠানে এসে অনুষ্ঠান সফল করার জন্য অনুষ্ঠানের অতিথি, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, পৌর পরিষদের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি তোফাজ্জুল হোসেন, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাংবাদিক মোঃ আবু তালেব, সলিল বরণ দাশ, ছনি চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ আঃ ছোবহান, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব ভবি মজুমদার, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক নেতা হাবিবুর রহমান হাবিব, দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রনিসহ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি এমপি শাহনওয়াজ মিলাদ গাজী, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ও নবাগত নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ এবং নব-নির্বাচিত নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের পুষ্পমাল্য পরিয়ে দেয়া হয়।