,

লাখাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

সূর্য্য রায় লাখাই ॥ লাখাই উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপিত। গতকাল শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়িয়ারা বেগম এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওঃ মহিবুর রহমান, গীতা পাঠ করেন দেবাশীষ আচার্য্য। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা, থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম ও লাখাই প্রেসক্লাব সভাপতি এড. আলী নোয়াজ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর