সংবাদদাতা ॥ নবীগঞ্জে স্বাধীনতার সুর্বন জয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের ২য় দিনে ইভটিজিংয়ের জন্য এক কিশোরকে এক মাসের সাজা দিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শেখ মহিউদ্দিন। জানা যায় গতকাল শনিবার রাত ৮টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গনে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে ২য় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইভটিজিংয়ের জন্য পৌর এলাকার গন্ধা গ্রামের জলফু মিয়ার ছেলে রুমান মিয়া(২০) কে এক মাসের সাজা দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন। এসময় তিনি নিজেও উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন। তিনি ইভটিজিংয়ের জন্য হাতেনাতে ধরে উপরোক্ত সাজা দেন। এই ঘটনায় এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।