,

শচীন্দ্র কলেজে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও গনহত্যা দিবস উদযাপন

সংবাদদাতা ॥ শচীন্দ্র কলেজে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দের উপস্থিতিতে ২৫ মার্চের গনহত্যা দিবস ও ২৬মার্চ স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণহত্যা দিবসের অনুষ্ঠানে আলোচক ছিলেন হবিগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বাবু রাজেন্দ্র চন্দ্র দাশ গুপ্ত এবং গভর্নিং বডির সাবেক সদস্য ও জেলা স্কাউটের এল.টি বাবু প্রমথ সরকার। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক লতিফ হোসেন। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব। স্বাধীনতার গুরুত্ব, তাৎপর্য, সফলতা ও সার্থকতার উপরে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক সৈয়দা তাহমুদা বেগম, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক মিহির রঞ্জন সরকার, প্রভাষক জাহির আলম, শরীর চর্চা শিক্ষক রনজিত দাস প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাইফুর রহমান ও গীতা পাঠ করেন অনিল চন্দ্র দাস।
স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর