,

শায়েস্তাগঞ্জে দুই ছিনতাইকারী আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সুতাং এলাকায় মোবাইল ছিনতাইকালে দাউদনগর এলাকার জালাল মিয়ার পুত্র হেলাল মিয়া (২০) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে মৃত আব্দুল আহাদের পুত্র কাঞ্চন মিয়া (২২) কে আটক করা হয়।
পুলিশ জানায়,্ উল্লেখিতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। গতকাল ওই সময় এক পথচারীর মোবাইল ফোন ছিনতাই করতে গেলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় এসআই তরুণ আহমেদ বাদি হয়ে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর