শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের অরণ্য ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় অরণ্য ভ্রমণ ও বনভোজনের উদ্দেশ্যে পর্যটন এলাকা সাতছড়িতে যাত্রা দেয় উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। পর্যটন এলাকা সাতছড়িতে নানা স্থান ঘুরে বেলা ২ টায় দুপুরের খাবার শেষে শুরু হয় মুলপর্ব। প্রথমেই এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম, শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদার, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এড. হুমায়ুন কবীর সৈকত, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মামুন চৌধুরী। আলোচনা সভা শেষে সকল সদস্য ও অতিথিদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজু বিশ্বাস, সৈয়দ এম এ আর মাসুক, সৈয়দ শাহান শাহ, সৈয়দ হাবিবুর রহমান ডিউক, মোঃ জমির আলী, এম হায়দার চৌধুরী, তোফাজ্জল হোসেন অপু, শেখ শাহাউর রহমান বেলাল, বোরহান উদ্দিন রাকিব, অপু দাশ, মোতাব্বির হোসেন কাজল, মীর আব্দুল কাইয়ুম, সৈয়দ আরিফ উদ্দিন সৈকত, আর এইচ শাহীন, সৌরভ পাল চৌধুরী, আজিজ আহমেদ নিয়াজ, ফয়সল আহমেদ,মামুন খান কিবরিয়া, গোলাম সারোয়ার পলাশ,মুহীন শিপন,মোঃ আব্দুস শহীদ, সৈয়দ আরিফ আহমেদ,মুজিবুর রহমান উদয় প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এ সময় সংগীত পরিবেশন করেন, নিত্য গোপাল চক্রবর্তী, হুমায়ুন কবীর সৈকত, আজিজ আহমেদ নিয়াজও সৈয়দ ডিউক।