পিকলু দাশ ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিরার সকালে শোভাযাত্রা শেষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মাঠে নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দীক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাদেক হোসেন, নবীগঞ্জ থানার এস আই মৃদুল কান্তি ভৌমিক। অনুষ্ঠানে শুরুতে ফিতা কেটে উত্তরণ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ সরকারী কলেজের প্রভাষক রেজাউল আলম, এলজিইডি প্রকৌশলী সাব্বির আহমদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আলীবর্দি খান সুজন, সরকারী জে.কে স্কুলের শিক্ষক রাজীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, তথ্য সেবা অফিসার নাহিদা আক্তার, আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্রাচার্য্য দেবুল, ইউপি প্রীতিশ রঞ্জন চৌধুরী, আব্দুল আহাদ, রাসেন্দ্র চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ মাঠে ২ দিনব্যাপী উতরণ মেলায় ১৬টি ষ্টল পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যনা ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনের নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর কোন অশুভ শক্তি দেশের অগ্রগতি দমিয়ে রাখতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল দৃষ্টান্ত বাংলাদেশে কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা বরদাশত করা হবে না। সবশেষে স্কুল কলজের ছাত্র ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলদেশ সম্পর্কিত কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।