হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহর থেকে স্কুল ছাত্রী অপহরণের পর অপহৃতাকে অবশেষে উদ্ধার করেছে র্যাব। গত শনিবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ র্যাব-৯ এর একটি দল বড় বহুলা ১নং ওয়ার্ডের মেম্বার ফজল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের মুল হোতা বহুলা গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র সাগর মিয়া (২০) কে আটক করা হয়। গতকাল রোববার বিকেলে সাগর কে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এছাড়াও ভিকটিম ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদী মাসুক মিয়ার স্ত্রী ওই গ্রামের বাসিন্দা হুসানা বেগম জানান, গত ২৩ মার্চ তার কন্যা ভাদৈ আইডিয়াল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ঝর্ণাকে বেলা ১১ টার দিকে সাগরসহ আরো দুই বখাটে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ওই দিন রাতে থানায় জিডি করলেও পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে পারেনি। অবশেষে তিনি নিরুপায় হয়ে গত শনিবার শায়েস্তাগঞ্জ র্যাব- ৯ এ যান। র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং ওই ছাত্রীকে ফজল মেম্বারের বাড়ি থেকে উদ্ধার করে। মমামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোজাম্মেল হক জানান, সাগরকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং বাকীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।