,

হবিগঞ্জ পুলিশের দায়ের করা মামলায় ৬ জন কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ কর্মী ও ব্যবসায়ীসহ ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। তারা হল, জি কে গফফার, জুয়েল মিয়া, নিজাম উদ্দিন, যুবলীগ কর্মী ও হবিগঞ্জ শহরের হকার মার্কেটের ব্যবসায়ী আবু ছালেহ, অপর ব্যবসায়ী গিয়াস উদ্দিন ও শিমুল হাসান। সদর থানার এসআই হারুন আল রশিদ বাদী হয়ে ২৩ জনের নাম এজহারে উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ থেকে ৪শতজনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়। প্রঙ্গত গত ২৭ মার্চ শহরের শায়েস্তানগর এলাকার পুলিশের সাথে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ ৩০ জন আহত হয়। এসময় জিকে গফফারসহ ১৫ জনকে আটক করে। এর মধ্যে ৮ জনকে ছেড়ে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর