,

পণ্যের গায়ে মেয়াদ ও দাম না থাকায় নবীগঞ্জে ব্যবসায়ীকে অর্থদন্ড

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে সরকারী রাজস্ব ফাকি দিয়ে নকল রাজস্ব ট্যাগ ব্যাবহার ও পণ্যের গায়ে মেয়াদ এবং দাম না থাকায় রাজু রায় (৩৬) নামে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে এ দন্ডাদেশ প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। দন্ডপ্রাপ্ত রাজু রায় (৩৬) উপজেলার কালিয়ারভাঙ্গা এলাকার ক্ষিতিস রায়ের ছেলে। জানা যায়, সরকারী রাজস্ব ফাকি দিয়ে নকল রাজস্ব ট্যাগ লাগিয়ে একটি চক্র দেশের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাকি দিচ্ছে। নবীগঞ্জ উপজেলার ইমামবাড়িতে এ ধরনের অপরাধের তথ্য পেয়ে নবীগঞ্জ থানার এসআই আমির হামজা সহকারে একদল পুলিশের সহযোগীতায় উক্ত স্থানে অভিযান চালান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। এ সময় প্রায় ১ বস্তা নকল বিড়িসহ মেয়াদ ও দাম ব্যাতিত বিভিন্ন পণ্য পাওয়া যায়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে রাজু রায় (৩৬) কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারার অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছ। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।


     এই বিভাগের আরো খবর