বাহুবল প্রতিনিধি ॥ বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর, সিলেট কাজীর বাজার মাদরাসার মুহাদ্দিছ ও শিক্ষা সচিব, পুটিজুরী মাদ্রাসার মুহতামিম হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী যাদবপুর গ্রামের বাসিন্দা শায়খুল হাদীস আল্লামা নেজাম উদ্দিন (৭০) এর দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় মরহুমের গ্রামের বাড়ী পুটিজুরী হাইস্কুল মাঠে এ জানাজা অনুষ্টিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় আমীর প্রিন্সিপাল হাবিবুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, জাপা’র কেন্দ্রিয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, বেফাক এর মহসচিব আল্লামা আব্দুল জব্বার জালালাবাদী, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, মাওলানা যোবায়ের আহমদ আনসারি, পুটিজুরী গ্রীন প্ল্যানেট রিসোর্ট এর চেয়ারম্যান কামাল আহমেদ, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা লুৎফুর রহমান পীর সাহেব বরুনা, মাওলানা আব্দুল্লাহ সহ প্রায় ১০ হাজার ইসলাম প্রিয় জনতা। মৃত্যুকালে তিনি ৫ পূত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিচালিত পুটিজুরী ইসলামীয়া আরবিয়া মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়। জানাজায় ঈমামতি করেন মরহুমের ছোট ছেলে মাওলানা নূরুদ্দিন রাকিব। উল্লেখ্য, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্মেলনে যোগদান করতে শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি ঢাকায় গিয়েছিলেন। সেখানে অনুষ্ঠান শুরুর আগেই হৃদরোগে আক্রান্ত হলে নেতাকর্মীরা তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মরহুম ছিলেন বাহুবল উপজেলার ভাইস চেয়ারম্যান হাফেজ শিহাব উদ্দিন শাকিবের পিতা। শিহাব উদ্দিন শাকিব বর্তমানে আমেরিকা অবস্থান করছেন।
Leave a Reply