স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করতে ৪ ব্যাক্তিকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় এস আই মৃদুল দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে। বিষয়টি নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, অবৈধভাবে ফুটপাত দখল করে রাখায় ৪ ব্যাক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারা মোতাবেক ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।