,

নবীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট ॥ ৪ জনকে অর্থদন্ড

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাত দখলমুক্ত করতে ৪ ব্যাক্তিকে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় এস আই মৃদুল দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে। বিষয়টি নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, অবৈধভাবে ফুটপাত দখল করে রাখায় ৪ ব্যাক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ১০৮ ধারা মোতাবেক ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


     এই বিভাগের আরো খবর