,

নবীগঞ্জে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর উদ্যোগে  ও ব্র্যাকের সহযোগিতায় গতকাল সোমবার, উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠান হয়েছে। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ৯টি গ্রুপে ৮২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক বিভিন্ন স্লোগান, বিশ্ব ব্যাংক, আরটিআই পি-২, এলজিইডি এবং ব্র্যাকের লোগো  সম্বলিত ৩৩টি ছাতা পুরস্কার দেওয়া হয়। উক্ত উপজেলায় প্রকল্প ভুক্ত ২৪টি স্কুলে এরূপ কুইজ প্রতিযোগিতা হবে এবং তাদেরকেও একই পুরস্কার দেওয়া হবে। একটি কুইজে তিনটি করে পুরস্কার দেওয়া হয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। ৫০ থেকে ১১০ জন ছাত্রছাত্রী নিয়ে একটি কুইজ হয়। ১টি স্কুলে ১ টি থেকে ১৬টি পর্যন্ত কুইজ হতে পারে।

সোমবার সকাল ১১ টায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় এর হল রুমে প্রতিযোগিতা শেষে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব দেব এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ব্র্যাক সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের ফিল্ড কমিউনিকেটর মোহাম্মদ শফিকুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতি ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল আলম, সহকারী প্রধান শিক্ষক অচিন্ত্র আচার্য্য, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, এমদাদুল হক, মফিজুল ইসলাম, সুমন চন্দ্র দাস, মোহাম্মদ আলী জিন্নাহ, সুজন বিশ্বাস, শংকর বিশ্বাস, ও শাহীন আহমেদ। এছাড়াও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও সিআরএসজির সদস্যগণও উপস্থিত থেকে তাদের মতামত ব্যাক্ত করেন।


     এই বিভাগের আরো খবর