,

মাধবপুরে বিট পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অ্যাডিশনাল ডিআইজি নাবিলা

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে বিট পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১:৩০ ঘটিকায় মাধবপুর থানার আয়োজনে সম্মেলন কক্ষে বিট পুলিশিং ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (এএন্ডএফ) নাবিলা জাফরিন রীনা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুজাহিদ বিন ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুস কুদ্দুছ মাখন, নোয়াপাড়া ইউপি আ’লীগ সভাপতি কামাল হোসেন জিতু, যুবলীগ নেতা হেলাল, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সম্পাদক আবুল কাসেম, উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক মোঃ এরশাদ আলী, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, আইয়ুব খান, সানাউল হক চৌধুরী, সহ রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে, অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) নাবিলা জাফরিন রীনা বলেছেন, সমাজ থেকে মাদক উৎখাত করতে পারলে অনেক বড় বড় অপরাধ এমনিতেই কমে যাবে। তাই মাদক নির্মুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ আপনাদের পাশে আছে থাকবে, পুলিশকে সহযোগীতা করুন। পুলিশ তাৎক্ষণিক আপনাদের সহযোগিতা করবে।


     এই বিভাগের আরো খবর