,

হবিগঞ্জে বিক্রি হচ্ছে ক্যামিকেল যুক্ত কলা : অসুস্থ হচ্ছেন ক্রেতারা

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ জেলায় ক্যামিকেল যুক্ত সাগরকলাসহ বিভিন্ন কলা বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এসব কলা খেয়ে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগ বালাই হচ্ছে। রমজান মাসে কাঁচা কলাকে ক্যামিকেল দিয়ে পাকিয়ে রোজাদারদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। আর এসব খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ করেন।
ক্রেতারা জানান, এক ডজন সাগর কলা ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে কলা কিনছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তানগর বাজার, চৌধুরী বাজার, পোদ্দার বাড়ি, কোর্ট স্টেশন, শ্মশানঘাট, বগলা বাজার, শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর, ড্রাইভার বাজারসহ বিভিন্ন বাজারে অসংখ্য কাঁচা সাগর কলার গোডাউন রয়েছে। আর এসব গোডাউনে শত শত কলার ছড়ি ক্যামিকেল দিয়ে পাকিয়ে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে গ্রাহকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর