স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার পুকড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অনুমতি ছাড়াই নিজেই কসমেটিকস পণ্য উৎপাদন করার দায়ে হেলথ কেয়ার লিঃ নামে এক ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে একদল র্যাব সদস্য ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেন। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সতর্কও করা হয়।