,

জি.কে গউছসহ নবীগঞ্জে বিএনপি’র ১২ নেতাকর্মীকে কারাগারে প্রেরণে যুক্তরাজ্য বিএনপি নেতা বাবুল চৌধুরীর নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি.কে গউছসহ নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে কারাগারে প্রেরণে যুক্তরাজ্য বিএনপি’র সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী নিন্দা প্রকাশ করেছেন।
সংবাদপত্রে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্য বিএনপি’র সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী বলেন, আগামী দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে, জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামীলীগ সরকার আবারো অবৈধভাবে ক্ষমতা দখলের পায়তারা করছে। এরই লক্ষ্যে বিএনপি’র চলমান সরকার পতনের আন্দোলনকে বাধাগ্রস্থ করতে ২০২২ সালের একটি মিথ্যা গায়েবি মামলায় নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে অবৈধভাবে কারাগারে আটক রাখার প্রতিবাদে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলায় গত ২৭ সেপ্টেম্বর বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আটককৃত নেতৃবৃন্দরা হলেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইনাতগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবীগঞ্জ সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী, বাউসা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ ছাদিকুর রহমান শিশু, নবীগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, নবীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান লেবু, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মকবুল চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বকুল মিয়া, আউশকান্দি ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য শফিকুজ্জামান রুহেল, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য জামিল আহমেদ।


     এই বিভাগের আরো খবর