স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সদর থানা পুলিশের মতবিনিময় সভা হয়েছে। গতকাল রবিবার দুপুরে সদর থানা কার্যালয়ে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই সনক কান্তি দেব ও মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম। এ সময় পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা চাওয়া হয়। তবে মতবিনিময় সভায় ডিজে সাউন্ড ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসারসহ স্বেচ্ছাসেবক সংগঠনের লোকজন উপস্থিত থেকে সহযোগিতা করবে। বিশৃংখলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয় মতবিনিময় সভায়।