,

প্রতিটি গ্রামকে শহরের সেবা দিতে নেত্রী বরাদ্দ দিচ্ছেন -নবীগঞ্জে কেয়া চৌধুরী

নিজস্ব প্রতিনিধি : দেবপাড়া সহ দেশের প্রতিটি গ্রামকে ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সরকারী বরাদ্দকৃত অর্থ দিয়ে গ্রামিন উন্নয়নকে চলমান রেখে উন্নয়নকে অব্যাহত রাখছেন। আওয়ামীলীগ সরকার মানুষের কল্যাণ চায়। সাধরণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিটি সেবা আওয়ামীলীগ সরকার নিশ্চিত করতে চায়। আমরা আওয়ামীলীগের রাজনীতি করি। সাধারণ মানুষের কল্যাণে নেত্রী শেখ হাসিনা উন্নয়ন সেবা মানুষের কাছে দিতে পেরে আমরা শান্তি পাই। মানুষের শান্তি চাই বলেই মানুষের মন মত সেবা আমাদের দল করে করে যাচ্ছে। গতকাল রোববার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের শ্রমজীবী সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত এক সভায় এসব কথা বলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের বিভিন্ন দাবী দাওয়া চৌধুরী কাছে তুলে ধরে বলেন, আমরা আপনার মাধ্যমে ২০১৬ সালে দরিদ্র পীরিত অনেক গ্রামে সরকারের বিদুতায়নের সাহায্য পেয়েছি। নিঃস্বার্থভাবে বিদ্যালয়ে, মসজিদ মন্দিরসহ গৃহহীনদের ঘর পেয়েছি তাই কেয়া চৌধুরীকে আমরা গরিবের বন্ধু মনে করি। তাকেই আমরা চাই।
নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার সংলগ্ন বানুদেব নামক স্থানে সাধারণ শ্রমজীবী মানুষের উদ্যেগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শতশত নারী পুরুষের উপস্থিততে সাধরণ মানুষের ভালবাসায় সিক্ত হন নবীগঞ্জ-বাহুবলের সাধরণ মানুষের পরম বন্ধু আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।


     এই বিভাগের আরো খবর