,

মাধবপুরে কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে প্রশাসন

পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর মৌজায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের নির্দেশে সহকারী কমিশনার ভুমি রাহাত বীন কুতুব সরকারি ৯৮ শতক জমি উদ্ধার করে শনিবার দুপুরে সাইনবোর্ড টাঙ্গিয়েছে।
মাধবপুর সহকারী কমিশনার রাহাত বীন কুতুব জানান, শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর মৌজায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে ৯৮ শতক জায়গা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা জবরদখল করে রেখেছিল। অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জায়গায় বৃক্ষরোপন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর