,

নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের ফাসি

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার আদিত্যপুরে মাকে গলা কেটে হত্যার ঘটনায় ছেলে ফজল মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার ঘোষণা করেছেন আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ ইয়াসির আরাফাত মঙ্গলবার (২৫ জুন) বিকেলে এ ঘোষণা দেন। তবে রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট হাবিবুর রহমান খান বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ বিষয় নিয়ে আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করে ঘরের ভেতরে দেহ ও ঘরের বাহিরে মাথা রেখে পালিয়ে যান ফজল মিয়া। এ ঘটনায় ওইদিনই আঙ্গুরা বেগমের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে ফজল মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে নবীগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম ওই বছরের ২১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাবিবুর রহমান খান এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি পলাতক আসামিকে গ্রেপ্তার করে দ্রুত রায় বাস্তবায়নের আহবান জানান।


     এই বিভাগের আরো খবর