,

আগস্টে মাসব্যাপি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, সরকার ও আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাঁরা সরকারকে চাপে ফেলতে নানা অপকৌশল নিয়েছে। দলীয় নেতকর্মীদের এসব অপশক্তি সম্পর্কে সজাগ ও সচেতন থাকতে হবে। গতকাল হবিগঞ্জ পৌর মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শোকের মাস আগস্টের প্রথম দিনে বৃক্ষরোপনের মাধ্যমে মাসব্যাপি কর্মসূচির সূচনা করবে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। প্রতি বছরের মতো এবারও জেলা আওয়ামী লীগ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে ১৫ আগস্টকে সামনে রেখে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মাসব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কাঙ্গালীভোজ, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনাসহ গরীব অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ সকল উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক।
সভা শুরুর আগে জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে এবং জেলা আওয়ামী লীগের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং মোনাজাত করা হয়।
এছাড়াও আওয়ামী লীগের ৭৫ বছর পূতি উপলক্ষে সংগঠনের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদের সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর