,

নবীগঞ্জে রেস্টুরেন্ট ব্যাবসার আড়ালে অনৈতিক কার্যকলাপ

জাবেদ তালুকদার : নবীগঞ্জ মিনি চাইনিজ রেষ্টুরেন্ট ও ফাস্টফুড দোকানের আড়ালে চলছে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ। আলো-আঁধারির মাঝে ছোট ছোট কেবিন তৈরি করে পৌর শহরের শেরপুর রোড ও ওসমানী রোডসহ উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অসংখ্য মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান। ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা এসব রেস্টুরেন্টে স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ও কোচিং ফাকি দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, পৌর শহরসহ উপজেলার অলি-গলিতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কয়েক ডজন মিনি চাইনিজ ও ফাস্টফুডের দোকান। বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন এসব রেস্টুরেন্টের ভিতরে কী আছে তার খবর কেউ রাখে না। বেশিরভাগ দোকানের ভিতরে ছোট ছোট কেবিন তৈরি করা। রেস্টুরেন্টে খাবার দাবার অর্ডারের নামে কেবিনে চলে তরুণ-তরুণী কপোত-কপোতির অনৈতিক কর্মকান্ড। অনৈতিক কর্মকান্ডের জন্য রেস্টুরেন্টের কেবিনই তাদের কাছে নিরাপদ স্থান। এ সুযোগে রেস্টুরেন্ট মালিকও আর্থিক সুবিধা পাচ্ছেন।
সম্প্রতি পৌর শহরের শেরপুর রোডস্থ ‘রাজভোগ’ রেস্টুরেন্টে দুই তরুণ-তরুণীর অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ভাইরাল হয়। পরে ওই রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, অসংখ্য ছোট ছোট কেবিন। কেবিনগুলো আড়ালে হওয়ায় আলো-আধারিতে স্পষ্ট কিছু দেখা যায় না।
অভিযোগ রয়েছে- দীর্ঘদিন ধরেই রাজভোগ রেস্টুরেন্টে এ ধরনের কার্যকলাপ চলছে। রাজভোগ ছাড়াও ওসমানী রোডের হাজী এরশাদ শপিং মহলে অবস্থিত নাইস বেঙ্গল এন্ড চায়নিজ রেস্টুরেন্ট, চৌদ্দ হাজারী মার্কেটস্থ ফুচকা হাট ও একই রোডের ফুচকা হাউজসহ বিভিন্ন রেস্টুরেন্টে নিয়মিতই তরুণ-তরুণীদের আনাগোনা ও অনৈতিক কমকান্ডে লিপ্ত হতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, মিনি চাইনিজ রেস্টুরেন্টের ব্যবসার আড়ালে উঠতি বয়সী তরুণ-তরুণীদের অসামাজিক কার্যকলাপ করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।
স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হওয়ায় দিন দিন মিনি চাইনিজ ও রেস্টুরেন্টের আড়ালে অনৈতিক কার্যকলাপ বেড়েই চলেছে। উপজেলার বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা এসব মিনি চাইনিজ ও ফাস্টফুডের দোকান নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন।
এ বিষয়ে সেনাবাহিনীর মেজর তানভীর আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রাথমিকভাবে রেস্টুরেন্টগুলোতে পেট্রোল পরিচালনা করে তাদেরকে সতর্ক করা হবে। তারা সতর্ক না হলে প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর