স্টাফ রিপোর্টার : লাখাইয়ে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ৯টার দিকে সুতাং নদীর ভাদিকারা গ্রামের উত্তরে কালীটেক নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার নোয়াগাও গ্রামের মোঃ জমসু মিয়া (৫৫)।
সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে ধান বোঝাই একটি নৌকা নিয়ে বুল্লা বাজার হতে নোয়াগও গ্রামে আসার পথে জমসু মিয়া ধানের নৌকার ছইয়ার উপরে বসা ছিলেন। নৌকাটি ভাদিকারা গ্রামের উত্তরে কালীটেক নামক স্থানে সুতাং নদীর উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুরে লাইনে আঘাত করলে বিদ্যুতায়িত হয়ে জমসু মিয়া পানিতে পরে যান।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ একদল ডুবুরি নিয়ে ঘটনা স্থলে পৌছে প্রায় ২০ মিনিট উদ্ধার কাজ পরিচালনা করে মৃতের লাশ উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতানা মাহমুদ জানান, বিদ্যুৎপৃষ্টে মারা যাওয়া লাশ উদ্ধার করে মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিদ্যুৎপৃষ্টে মারা গেছেন কিনা জানতে চাইলে তিনি জানান মৃতের শরীরে বিদ্যুৎপৃষ্টের পোড়া দাগ রয়েছে।
এ দূর্ঘটনার ফলে বুল্লা ইউনিয়নের ভাটি এলাকার প্রায় দেড় হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।